চুদা_চুদির কবিতা


অপ্রত্যাশিত

আমাদের রাত্রিযাপনের ঘটনা নিয়ে
তুমি গল্প লিখে ফেলবে, এমনটি কথা ছিল না।
কথা ছিল না এর রেশ ধরে আমিও লিখবো
এই কবিতা। আনন্দআশ্রমে যে শঙ্খ বাজে,
ঋষির গলার মাদুলি প্রাচীন
প্রেমপ্রবাহের যে সাক্ষ্য দেয়, তা দেখে
আমরা উভয়েইসম্মত ছিলাম
মধ্যযমুনা পাড়ি দেবার। ভাসিয়েছিলাম ডিঙা।
জোসনার জোনাকীকে প্রতীক ভেবে
শিখতে চেয়েছিলাম আলোর নাচন। জানতে চেয়েছিলাম
অনেক অজানা কথা,অতীতের-ভবিষ্যতের।
শুধু বর্তমানই অপরিচিত ছিল আমাদের কাছে।
যেমনটি রহস্যজনক থেকে যায় জ্যোতিষি
টিয়ে পাখির ঠোঁটের চিরকুট।
এতোকাল অপ্রকাশিত তারাগল্পের খাতায়
লেখা ছিল যে পূর্বাপর ঘটনা,
তা জেনে যাবে নগরবাসী-সেটা ছিল
আমাদের কাছে অপ্রত্যাশিত।
তারপরও কয়েকটি শাদা গোলাপের পাপড়ি
উঁকি দিল বৃহস্পতির ভোরে।
একটি দুপুরের গলায় জড়িয়ে ধরে খুব
বেশী কাঁদলো কয়েকটি নদী।

Previous
Next Post »